মাল্টিজিমের উদ্বোধন হলো গিরিয়া হাইস্কুলে

রাইহানুল হক, মুর্শিদাবাদ

    লেখাপড়ার সঙ্গে খেলাধুলা ও শরীর চর্চা অঙ্গাঙ্গীভাবে জড়িত। লেখাপড়ায় যেমন মানসিক ও বৌদ্ধিক বিকাশ ঘটে তেমনি খেলাধুলা ও শরীরচর্চাও শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এই ভাবনার সঠিক প্রতিফলন দেখা গেলো গিরিয়া হাইস্কুলে। মুর্শিদাবাদের পিছিয়েপড়া রঘুনাথগঞ্জ – ২ নং ব্লকের এই স্কুলে মাল্টিজিমের উদ্বোধন হয়ে গেলো । উল্লেখ্য, রঘুনাথগঞ্জ – ২ নং ব্লকের মধ্যে গিরিয়া হাইস্কুলেই প্রথম চালু হলো মাল্টিজিম। পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে এটি তৈরি হলো।

    উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সপ্তর্ষি সাহা মহাশয়, রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, রঘুনাথগঞ্জ – ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিন সিদ্দিকী মহাশয়া প্রমুখ ।
    উদ্বোধক সপ্তর্ষি সাহা মহাশয় মাল্টিজিম প্রসঙ্গে বলেন, “লেখাপড়ার সাথে খেলাধুলার একটা গুরুত্ব আছে। মাল্টিজিম থাকলে ছাত্রছাত্রীদের খেলাধুলায় আরো এগিয়ে যেতে সাহায্য করবে। শিক্ষক-শিক্ষিকারাও এই ব্যস্ততার যুগে স্কুলেই জিম করে নিতে পারবেন। এতে সময় যেমন বাঁচবে, তেমনি শারীরিকভাবে সুস্থ থেকে পাঠদান করতে পারবেন।

    বিধায়ক আখরুজ্জামান রঘুনাথগঞ্জ – ২ নং ব্লকে খেলাধুলায় এগিয়ে থাকা গিরিয়া হাইস্কুলে মালটিজিমে ‘ট্রেডমিল’, ‘জগিং’ ইত্যাদি থাকায় খেলাধুলায় আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। প্রধানশিক্ষক মজিবুর রহমান সাহেব আগামীতে স্কুলে ‘অডিটোরিয়াম’ ও ‘ডিজিটাল ক্লাসরুম’ তৈরিতে সরকার ও জনপ্রতিনিদের সহযোগিতা কামনা করেন।

    এছাড়া, এই অনুষ্ঠানে ‘জলতরঙ্গ ক্রীড়া প্রতিযোগিতা’য় কাবাডি বিভাগে রঘুনাথগঞ্জ থানায় চ্যাম্পিয়ন ও জঙ্গিপুর মহকুমায় রানার্স দলের প্রত্যেক সদস্যদের হাতে মুর্শিদাবাদ জেলা পুলিস ও রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।

    হাইস্কুলটি পড়াশোনায় উন্নতির পাশাপাশি যেভাবে খেলাধুলায় পারফর্ম করছে, তাতে ‘পিছিয়ে পড়া’ তকমা ঘোঁচাতে সাহায্য করবে বলে আশাবাদী এলাকার মানুষ।