|
---|
খান আরশাদ, বীরভূম : মঙ্গলবার শাসক ও বিরোধী পক্ষের ভোটপ্রচারে বীরভূমে রামপুরহাট হয়ে উঠলো সরগরম। প্রার্থীরা শুধু বাড়ী বাড়ী প্রচার ও জনসভা সেরেই কেউ ক্ষান্ত হচ্ছেন না। ভোটারদের দৃষ্টি আকর্ষন করতে এবারে অভিনব উপায়ে ভোটপ্রচারে বের হলেন প্রার্থীরা। বীরভূমের রামপুরহাট ১নং ব্লকের দোখলবাটী অঞ্চলে নিজে টোটো চালিয়ে ভোট প্রচার করলেন বিদায়ী সাংসদ তথা এবারের লোকসভা নির্ব্বাচনের বীরভূম লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। অঞ্চলের শতাধিক বিজেপি কর্মী- সমর্তক এক্সোগ দিলেন তৃনমূল কংগ্রেসে। এদের হাতে দলীয় পতাকা তুলে দেন শতাব্দী রায়। সঙ্গে ছিলেন মন্ত্রী ডাঃ আশিস ব্যানার্জী।অপরদিকে রামপুরহাটের জুনিদপুর অঞ্চলে গরুর গাড়ীতে চেপে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডল। লক্ষ্য একটাই যেভাবে হোক ভোট নিজের ঝুলিতে নিয়ে আসা।