|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: আবারও মানবিকতার সাক্ষী রইলো মেদিনীপুর শহর। মানবিক মুখ নিয়ে সদ্যজাত একদিনের শিশুর জরুরি প্রয়োজনে শনিবার রাতে রক্ত দিতে এগিয়ে এলেন তরুন অধ্যাপক অতনু ব্যানার্জী। শনিবার সন্ধ্যায় খড়্গপুর হাসপাতালে চিকিৎসাধীন খড়্গপুরের দেওয়ানচকের বাসিন্দা পেশায় সাধারণ শ্রমিক মুক্তার আলি ও মুসফুরা বিবির একদিনের সদ্যজাত সন্তানের জন্ডিসের কারণে জরুরি প্রয়োজনে “এ” পজেটিভ রক্তের প্রয়োজন হয়।ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় শিশুটির নিকট আত্মীয়রা বিভিন্ন স্থানে যোগাযোগ শুরু করেন। শিশুর পরিবারের পরিচিত এবং বর্তমানে হলদিয়ায় অবস্থানরত মেদিনীপুর শহরের যুবক বিল্টু গোপ রক্তের প্রয়োজনে রাত সাড়ে দশটা নাগাদ ফোন মারফৎ যোগাযোগ করেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য, রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়ার সাথে।
সুদীপবাবু তৎক্ষণাৎ যোগাযোগ করেন মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ার বাসিন্দা ডিওয়াইএফআই কর্মী তথা পুরুলিয়ার দেবেন মাহাতো টিচার্স ট্রেনিং কলেজের তরুণ অধ্যাপক অতনু ব্যানার্জীর সাথে। সুদীপবাবুর ফোন পেয়ে তৎক্ষণাৎ রক্তদানে রাজী হয়ে যান অতনুবাবু। ইতিমধ্যে শিশুটি রেফার হয়ে মেদিনীপুরে চলে আসে। ডিওয়াইএফআই নেতৃত্ব সুব্রত চক্রবর্তীকে সাথে নিয়ে অতনু বাবু রাত এগারোটা নাগাদ মেদিনীপুর ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন।রাত সাড়ে ১১ টার মধ্যে রক্তদান প্রক্রিয়া সম্পন্ন হয়। রোগীর আত্মীয়রা অতনুবাবুসহ এই কাজে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।