|
---|
নিজস্ব সংবাদদাতা : সেফ ড্রাইভ সেভ লাইফ রাজ্য সরকারের একটি কর্মসূচি উদ্যোগ। এই পরিকল্পনায় জনসাধারণকে সচেতন করাই মূল লক্ষ্য । আমাদের রাজ্য রাস্তা আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ। দৈনিক জীবনে স্কুল, অফিস, বাজার অথবা অন্যান্য কারনে যাতায়াতের জন্য রাস্তা ব্যবহার করতে হয়। প্রত্যেকটি মানুষের জীবন জড়িয়ে রয়েছে এর মধ্যে । সড়ক নিরাপত্তা একটি অপরিহার্য অংশ হল Save Drive । তাই Accident এর প্রভাব এড়াতে Save drive save life প্রচার অভিযানের মাধ্যমে মানুষের জীবনের গুরুত্ব বোঝাতে চেয়েছেন।
সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম এর জন্য কেশপুর থানা সহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কর্মসূচি করে সাধারণ মানুষকে সচেতন করছে পুলিশ প্রশাসন ।হেলমেট, সিটবেল ,ড্রাইভিং লাইসেন্স এর জন্য সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু সাধারণ মানুষ আদেও সচেতন হয়নি। এখনও বেপরোয়া মনোভাবে বাইক, মারুতি চালাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রাজ্য সড়কের পাশে ইমারতি দ্রব্য ফেলে রেখেছেন। শুক্রবার কেশপুর থানা পুলিশ রাজ্য সড়কের পাশে যে সমস্ত জায়গায় ইমারতী দ্রব্য পড়ে আছে তা নিজেরাই সরিয়ে দিয়েছেন এবং সাধারণ মানুষকে সতর্ক করেছেন। এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।