স্বাধীনতা দিবসের দিনেই দুই অসহায় মহিলার পাশে দাঁড়ালো মেদিনীপুর কুইজ কেন্দ্র..

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :  দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিনে জীবনে স্বাধীনতার নতুন অর্থ খুঁজে পেলেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভাতমোড় গ্রামের বাসিন্দা রুমা সিং পাত্র এবং কেশপুর ব্লকের গড়সেনাপত্যা গ্রামের বাসিন্দা বালিকা ভূঞ্যা। এই দুজনের হাতে উনাদের জীবন জীবিকার স্বার্থে দুটি মেশিন তুলে দিল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।শালবনী ব্লকের ভাতমোড় গ্রামে রুমা সিং পাত্রর বাপের বাড়ি । কিন্তু ভাগ্যের ফেরে শ্বশুর বাড়ি ছেড়ে তাকে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকতে হয় তাঁকে । কিভাবে চলবে সংসার এই ভাবনায় যখন তিনি নিরুপায় তখন তিনি মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশাল ওয়েলফেয়ার সোসাইটির কথা জানতে পারেন । তিনি কুইজ কেন্দ্রের কাছে একটি সেলাই মেশিনের আবেদন জানান। পড়াশোনার পাশাপাশি হাতের কাজও জানতেন তিনি।এখন হাতের কাজই তার একমাত্র জীবিকার্জনের পথ । জামা কাপড় সেলাইয়ের কাজ জানলেইতো হবে না । চাই সেলাই মেশিন। আর সেই সেলাই মেসিন রুমার হাতে তুলে দিয়ে পাশে দাঁড়াল মেদিনীপুর কুইজ কেন্দ্র । কুইজ কেন্দ্র মেশিনটি দিলেও রূমা উপার্জন করে স্বাবলম্বী হয়ে সংস্থার ঋণ মিটিয়ে দিতে চান। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য একজনের পাশে দাঁড়াতে চায় এভাবেই । সংস্থার সদস্যরা কুর্নিশ জানিয়েছেন তাঁর স্বদিচ্ছাকে ।সংস্থার পক্ষ থেকে শনিবার জামাকাপড় সেলাইয়ের মেশিনটি ভাতমোড়ের বাড়িতে তার হাতে তুলে দেওয়া হয় । উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি গৌতম বোস,সম্পাদক সুভাষ জানা,প্রসূনকুমার পড়িয়া, নরসিংহ দাস প্রমুখ । সবুজায়নের বার্তা দিতে সংস্থার পক্ষে রুমার হাতে একটি চারাগাছ তুলে দেওয়া হয় । এমন মানবিক কাজের জন্য এলাকাবাসী বাপ্পা বেতাল সংস্থাকে অভিনন্দন জানান ।

     

    অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েত এলাকাধীন গড়সেনাপত্যা গ্রামে বালিকা ভূঞ্যার হাতে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অপর একটি দল তালপাতা সেলাই মেশিন তুলে দেওয়া হল।বালিকা ভূঞ্যার সম্প্রতি স্বামী বিয়োগ হয়েছে।
    ছোট্ট দুই শিশু কন্যাকে নিয়ে বালিকা গড়সেনাপত্যা গ্রামে পিতার আবাসে ফিরে আসেন।চরম দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করছেন।
    মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কাছে স্বনির্ভর হবার জন্য তালপাতা সেলাই মেশিন পেতে আবেদন করেছিলেন। শনিবার স্বাধীনতা দিবসের দিনেই কুইজ কেন্দ্রের প্রতিনিধিরা তাঁর হাতে তুলে দিলেন তাল পাতা সেলাইয়ের মেশিন। পাশাপাশি সবুজায়নের বার্তা দিতে একটি চারাগাছ তুলে দেওয়া হয়। গড়সেনাপত্যার কর্মসূচিতে কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন স্নেহাশীষ চৌধুরী, অরিন্দম দাস, মণিকাঞ্চন রায়, শবরী বসু প্রমুখ। পাশাপাশি এদিন গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের কর্মসূচির অঙ্গ হিসেবে চারাগাছ রোপণে অংশ নেন কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যারা। প্রসঙ্গত, গত বিশ্ব নারী দিবসে দুর্ঘটনায় নিহত শালবনী ব্লকের স্বামীহারা যুবতী ঝর্ণা মাহাতর হাতে একটি পাতা সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছিল কুইজ কেন্দ্রের পক্ষ থেকে। কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী জানান,তাঁরা তাঁদের সংগঠনের সামর্থ্য মতো এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান।