জ্ঞানের তরী বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সুফি রফিক উল ইসলাম:মেমারি: ২৬ জানুয়ারি, পূর্ব বর্ধমান জেলার বোহারের জাকরায় ছোটদের বিদ্যালয় জ্ঞানের তরীর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিদ্যালয় প্রাঙ্গণে।২৩ জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্রদিবসে দুই দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জ্ঞানের তরী বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল এক মনোরম পরিবেশে। অঙ্কন, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি,শ্রুতি নাটক, কবিতা পাঠ প্রভৃতির মধ্য দিয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা প্রমুখগণ একত্রিত হয়ে দিন দুটির সঙ্গে বার্ষিক অনুষ্ঠানটিকে সুচারু করে তোলেন।এক‌ই সঙ্গে ১২ জন গুণী ব্যক্তিকে বোহার রত্ন সন্মাননা প্রদান করা হয়। ২০১৮ সালে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মাত্র ১২ শিক্ষার্থী নিয়ে জ্ঞানের তরী প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা ২১২ জন। চার কর্ণধার সেখ আজমত হক,সুলতান গিয়াসউদ্দিন, মনিরুল মন্ডল এবং হোসেন মন্ডল এর ঐকান্তিক প্রচেষ্টায় আজ মোট ১৩ জন শিক্ষক-শিক্ষিকা এবং ২ জন শিক্ষাকর্মী নিয়ে জ্ঞানের তরী জ্ঞানের আলো জ্বেলে চলেছে। মাঝে কোভিদ-করোনার জন্য ব্যাঘাত সৃষ্টির পরে ২০২১ সাল থেকে আবার পুরো দমে শুরু হয়ে আজ এই ব্যাপ্তি— নিজস্ব গৃহ ও তার প্রাঙ্গনে এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা পর্বে বর্ণাঢ্য শোভাযাত্রার পরে আরণ্যক বসু,প্রভাষ মজুমদার, গফ্ফর মল্লিক,অনুপ দে প্রমুখ অতিথিবর্গকে বরণ করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ছাড়াও ছন্দবাণী, পূবসাম প্রভৃতি সাংস্কৃতিক সংগঠন‌ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।