টোটোচালক অমরজিতের অমর প্রয়াস চলছেই

সুর ইসলাম : মেমারি : ২৬ জানুয়ারি, পূর্ব বর্ধমান জেলার মেমারির কৃষ্ণবাজার এলাকার টোটোচালক অমরজিৎ রায় দীর্ঘদিন ধরে,প্রায় ১৯৯৮ সাল থেকে (তৎকালীন সময়ে অমরজিৎ রিক্সা চালক ছিলেন) স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস পালন করে আসছেন। তাঁর এই ক্ষুদ্র অথচ মহতী উদ্যোগ প্রায় একক প্রয়াসে সুচারু রূপে পালিত হয়ে চলেছে দীর্ঘদিন যাবত। স্থানীয় কোনো শুভানুধ্যায়ী কিছু সহযোগিতা করে থাকেন ইদানিং। তবে সহযোগী হিসাবে রোহিত সাউ ও মুকেশ শেঠ কে অমরজিৎ পেয়েছেন সার্বিকভাবে এই অনুষ্ঠানকে সুচারু করে তোলার জন্য। অকৃতদার অমরজিৎ , রোহিত ও মুকেশ এই দুটি দিনে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে খাতা, কলম, পেনসিল, রবার, চকলেট, বিস্কুট, মিষ্টি প্রভৃতি প্রদান করে থাকেন কোনরূপ প্রাতিষ্ঠানিক সহযোগিতা ছাড়াই।এ এক অনন্য দেশপ্রেম। অমরজিতের প্রয়াস কে কুর্নিশ জানাতেই হয়।