|
---|
আজিজুর রহমান,গলসি : পুরসা অগ্ৰগামী যুব সংঘের ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী বর্ধমান বিশ্ববিদ্যালয়। এদিন তারা বর্ধমান লোকো কোচিং সেন্টারের মুখোমুখি হয়। খেলার প্রথম অর্ধে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় আশুতোষ সরেন ২২ মিনিটের মাথায় একটি গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৪৫ মিনিটে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় সৌভিক কোলে আরও একটি গোল করে। ফলে বর্ধমান বিশ্ববিদ্যালয় ২-০ গোলে এগিয়ে যায়। খেলার ৪৮ মিনিটে বর্ধমান লোকো কোচিং সেন্টারের খেলোয়াড় তুহিন নস্কর একটি গোল পরিশোধ করেন। এরপরই খেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকরা। ঠিক ৫২ মিনিটে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় সুখেন মান্ডি ম্যাচের তৃতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। খেলায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ৩-১ গোলে জয়লাভ করে ফাইনাল পৌঁছায়। ম্যাচের সেরা হন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় সুখেন মান্ডি।