কলকাতা বইমেলায় অনুবাদকৃত কোরআন বিতরনে অভূতপূর্ব সাড়া ফেলেছে

নিজস্ব সংবাদদাতা : ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আল কোরআন একাডেমী লন্ডনের অনুবাদকৃত পবিত্র কোরআন মাজিদ বিতরণ একটা সাড়া ফেলেছে। ১৮ ই জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে শুরুর দিন থেকেই দ্যা কুরআন স্টাডি সার্কেলের স্টল থেকে বিভিন্ন ভাষায় অনুবাদকৃত কুরআন গ্রহণ করার জন্য মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

    উল্লেখ্য কলকাতা বইমেলায় এই প্রথম দ্যা কুরআন স্টাডি সার্কেলের এহেন উদ্যোগ সকলের কাছে প্রশংসিত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্যা কুরআন স্টাডি সার্কেলের ১৩৬ নম্বর স্টল তিন নম্বর গেট থেকে ঢুকে বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে অবস্থান করছে।দ্যা কুরআন স্টাডি সার্কেলের কনভেনার মাওলানা মহ রাকিব সাহেব এক সাক্ষাৎকারে জানান আল কুরআন একাডেমী লন্ডন অনুবাদকৃত বাংলা ইংরেজি উর্দু হিন্দি নেপালি সহ প্রায় সাত ভাষায় অনুদ্রিত কোরআন শরীফ বইমেলায় আগত আগ্রহী সব জাতি ধর্ম বর্ণ মানুষকে বিনামূল্যে উপহারস্বরূপ তুলে দেওয়ার জন্য এই স্টল এর আয়োজন। স্টল পরিচালনা করার জন্য প্রায় ৬ থেকে ৭ জন ভলেন্টিয়ার প্রতিদিন দায়িত্ব পালন করে চলেছেন। স্টলে বিশেষ অতিথি হিসাবে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান শাহ আলম সাহেব উপস্থিত ছিলেন উনি জানান কুরআন স্রষ্টার পক্ষ থেকে বিশ্বের সকল মানুষের জন্য প্রেরিত হয়েছে । সকল মানুষ যাতে স্রষ্টার এই বাণী পড়তে এবং বুঝতে সক্ষম হয় সেজন্যই বিভিন্ন ভাষায় অনুবাদকৃত কোরআন বিতরণের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। শাহ আলম সাহেব এক বিবৃতিতে জানান উনি ব্যক্তিগতভাবে এবং উনার ট্রাস্টের মাধ্যমে শারীরিক, মানসিক এবং আর্থিক সব রকম ভাবেই উনি এই কর্মসূচিতে সহযোগিতা করে যাবেন। সাথে সাথে উনি নিজে কয়েকজন পুলিশ কর্মী এবং ডাক্তারি পড়ুয়া দের হাতে কোরআন শরীফ তুলে দেন। উপহার স্বরূপ কোরআন শরীফ পেয়ে এক পুলিশ কর্মী জানান যে উনি খুবই মনোযোগ সহকারে কুরআন পড়বেন এবং এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বলেন আপনাদের এই প্রচেষ্টা আরো অনেক আগে থেকেই এবং সারা দেশ জুড়ে হওয়া উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি জানান এই কোরআন যে সকল মানুষের জন্য স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত হয়েছে তা আপনাদের স্টলে না এলে আমার অজানাই থেকে যেত। আমি আপনাদের পক্ষ থেকে এই কোরআন শরীফ নিজে পড়বো এবং আমার জাতির সকল মানুষকে পড়ার জন্য উৎসাহিত করব। আমানত ফাউন্ডেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি জালাল উদ্দিন সাহেব বলেন কোরআনে বিশ্বের সকল সমস্যার সমাধান নিহিত রয়েছে, তাই চলমান জ্বলন্ত সব সমস্যার সমাধান খুঁজে পেতে আসুন আমরা সকলেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোরআন শরীফ নিয়ে গবেষণা করি।স্টল থেকে কোরআন কি ? কাদের জন্য এবং কোরআন সকল মানুষের জন্য এই সম্পর্কিত একটি লিফলেট বিলি করা হচ্ছে। প্রায় প্রতিদিন ই আগ্রহী জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সংস্থার পক্ষ থেকে মাওলানা মুহাম্মদ রাকিব হক সাহেব জানান ৩১ শে জানুয়ারি পর্যন্ত এইভাবে মানুষের হাতে অনুবাদকৃত কোরআন তুলে দেয়া হবে।

    উক্ত কাজে সর্বতোভাবে সহযোগিতা করছেন আরিফুল্লাহ, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, জিয়ারুল ইসলাম, সেলিম সেখ, মোকসেদ আলম, আব্দুল হাকিম,সেখ রাহুল,বনি আমিন মিদ্যা, সাবির আহমেদ সহ আরো অনেকেই।