বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক মডেল ছাত্রছাত্রীদের

সেখ সামসুদ্দিন, ২৭ জানুয়ারিঃ মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউট শাখা ১ এর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রজেক্ট হিসেবে বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক মডেল করে বাস্তবায়িত করার কাজ হাতে কলমে করে। ছাত্রছাত্রীরা প্রথমে বীজ সংরক্ষণ, চারা উৎপাদন, নার্শারী পদ্ধতিতে গাছের কলম করা, ছোট পাখিদের বাসা তৈরি করে যা বিদ্যালয়ে থাকা বড় গাছের ডালে ডালে ঝুলিয়ে বেঁধে দেওয়া হয়। চড়ুই, টুনটুনি জাতীয় ছোট পাখিদের সংরক্ষণে সহায়ক হবে বলে ছাত্রছাত্রীদের প্রচেষ্টা বলে জানায় ছাত্র অর্ক সমাদ্দার। ভূগোল শিক্ষক সেখ মহঃ সেলিম বলেন দ্বাদশ শ্রেণীর ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা ফাইনাল পরীক্ষায় বায়োডাঈভার্সিটি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রজেক্ট খাতায় কলমে সীমাবদ্ধ না থেকে হাতেকলমে কাজ করছে। প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল বলেন ‘এই প্রচেষ্টায় পাখিদের কতটা উপকার হবে জানিনা, কিন্তু ছাত্রছাত্রীরা উপকৃত হবে এককথায় বলতে পারি। বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও প্রধান শিক্ষক সহ বিদ্যালয় পরিচালন সভাপতি আশীষ ঘোষদস্তিদার উপস্থিত ছিলেন