ফিলিস্তিনের মজলুম মানুষের স্বার্থে কলকাতায় সভা

নিজস্ব প্রতিনিধি: ফিলিস্তিনের মজলুম মানুষের স্বার্থে আজ ২ নভেম্বর বৃষ্পটিবার কলকাতায় বিভিন্ন গণ সংগঠনের ডাকে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর ১ টায় মৌলালি রামলীলা পার্ক থেকে মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন মুহাম্মদ কামরুজ্জামান সহ অন্যান্য নেতৃত্ব। এদিন হাজার হাজার কর্মী সমর্থক ফিলিস্তিনের মজলুম মানুষের পক্ষে আওয়াজ তোলেন। এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় গিয়ে মিছিল শেষে রানী রাসমণি রোডে এক প্রতিবাদ সভায় মিলিত হন। প্রত্যেক বক্তারা ইজরায়েল এর বর্বর আক্রমণের বিরুদ্ধে গর্জে ওঠেন। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরোক্ষে ইজরায়েলের প্রতি যে সমর্থন প্রকাশ করেছেন তার নিন্দা জানান বিভিন্ন বক্তারা।
এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও ফিলিস্তিনের মজলুম মানুষদের জন্য দোয়া করেন জমিয়তে উলামায়ে বাংলার রাজ্য সভাপতি ফুরফুরা শরীফের পীরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী। আরো বক্তব্য রাখেন এই সভার অন্যতম আয়োজক সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, জমিয়তে উলামায়ে বাংলার সাধারন সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, পীরজাদা আতেফ আলি শাহ কাদেরী, পীরজাদা তাহফিমুল ইসলাম, সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইন্তাজ আলি শাহ, শিয়া সম্প্রদায়ের মেহের আব্বাস রিজভী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের রাজ্য সম্পাদক মুফতি আবদুল মাতিন, হায়দ্রাবাদ থেকে আগত নাজিমুদ্দিন ফারুকী, আনোয়ার হোসেন কাসেমী সহ বিশিষ্টজনেরা। সমগ্র সভাটি পরিচালনা করেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহ সম্পাদক নাজমুল আরেফিন।