ইজরাইলের গণহত্যার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা কলকাতায়

অশীত ঘোষ, কলকাতা: ফিলিস্তিনে যুদ্ধবাজ ইজরাইলের গণহত্যার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা কলকাতায় আয়োজন করে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন, সংখ্যালঘু যুব ফেডারেশন সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এদিন দুপুরে রামলীলা ময়দান থেকে মিছিল করে রানী রাসমণি রোড পর্যন্ত।

    এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মুফতি আব্দুল মাতিন, মৌলানা আলমগীর সরদার, সৈয়দ সা আতিফ আল কাদেরী, ইন্তাজ আলি শা, হাফিজ উদ্দিন, আমিনুল আম্বিয়া, নাজিমউদ্দিনন ফারুকী, মাওলানা সাজ্জাদ হোসেন, আনোয়ার হোসেন কাসেমী সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

    প্রত্যেকে ইসরাইলের এই সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে বিশ্বের সমস্ত দেশের কাছে তারা আবেদন জানান। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফিলিস্তিনের সমর্থন করার আহ্বান জানান। সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রধান কামরুজ্জামান তার বক্তব্যে বলেন অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে না হলে তারা আবার প্রতিবাদে নামবেন রাস্তায়, প্রতিবাদ অব্যাহত থাকবে।