|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : ছাত্র ও ছাত্রীদের বড় কাছের হয়ে গেছেন সালাউদ্দিন স্যার । শিক্ষাদানের সঙ্গে স্নেহ মিশিয়ে দিয়েছিলেন তিনি। শিক্ষক কুলের কাছে দৃষ্টান্ত তিনি। তিনি নির্মল বিদ্যালয়ের কারিগর। বাদুড়িয়া যশাইকাঠি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। সরকারি ভাবে বদলির নির্দেশ এসেছে। প্রধান শিক্ষক হিসাবে অন্য বিদ্যালয়ে যোগ দিতে হবে। কিন্তু বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা প্লাকার্ড হাতে স্যারের বদলি রোধে নেমে এসেছে বিদ্যালয় প্রাঙ্গনে। তাদের প্রিয় শিক্ষক কে তারা যেতে নাহি দেবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চ্ন্দ্রা গাঙ্গুলি মন্ডল জানলেন সালাউদ্দিন স্যারের অবদান আমরা কোনদিন ভুলতে পারবো না। তিনি যদি থাকেন বিদ্যালয়ের আরো শ্রী বৃদ্ধি হবে।