পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে বামফ্রন্ট

মহিউদ্দীন আহমেদ, বোলপুর: পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ভুয়ো ভ্যাক্সিন কান্ডের সমস্ত জালিয়াতদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নামলো বামফ্রন্ট। সোমবার বীরভূমের বোলপুর জামবুনি বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা মটর বাইক হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যান। ঘাড়ের উপর কাঁধে গ্যাস সিলিন্ডার নিয়ে হেঁটে অভিনব প্রতিবাদ মিছিল করেন।

    সংগঠনের তরফে দাবী ওঠে, লাগাতর যে ভাবে পেট্রোপন্যের দাম বাড়ছে তাতে সাধারন মানুষের নাভিশ্বাস অবস্হা। যারা প্রয়োজনে বাইক বা গাড়ীতে যাতায়াত করতে বাধ্য থাকেন তারা খুব সমস্যায় পড়ছেন। এমনিতেই দীর্ঘ সময় ধরে লক ডাউন চলেছে, কোরনা আবহে পরিস্হিতি এখনও স্বাভাবিক হয় নি। মানুষের হাতে কাজ নেই। নেই অর্থের জোগান। তার উপর লাগাতর পেট্রোল সহ নিত্য প্রয়োজনীয় জ্বালানীর দাম বৃদ্ধি পাওয়াই সাধারন মানুষ চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। পেট্রোপন্যের পাশাপাশি গ্যাসের দামও বৃদ্ধি পাওয়াই সমস্যায় জেরবার সাধারন মানুষ। কেন্দ্রীয় সরকারের লাগাতর পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিতিবাদে ক্ষুব্ধ সাধারন মানুষও। আজ সোমবার বামপন্থী সংগঠনগুলি এই পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামে। একই সঙ্গে কলকাতায় জাল ভ্যাকসিন কান্ডে সমস্ত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানানো হয়।