|
---|
রোদ্দুর ইসলাম: মেমারি : ০৮ অক্টোবর, পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে আরো একটি সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো পূবসাম তথা পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চ নামে। ০৮ অক্টোবর রবিবার মধ্যাহ্নে মেমারি বি ডি অফিস অডিটোরিয়াম হলে পূবসাম এর কবিতা উৎসব ও সংস্থার সাহিত্য পত্রিকা সুসমন্বয় প্রকাশিত হয় গুণীজনের সমাবেশে। ছোট্ট চারাগাছে প্রাণবারি সিঞ্চন করে মাঙ্গলিক শঙ্খধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠান সভাপতি প্রভাস মজুমদার, পূবসাম সভাপতি শুভাশিস মল্লিক, সম্পাদক সন্দীপ রায়, কোষাধ্যক্ষ দেবযানী রায়চৌধুরী সহ মঞ্চাসীন গুণীজন অমিয় মুখোপাধ্যায়, ডাঃ অভয় সামন্ত, পার্থসখা অধিকারী, আঞ্জুমানোয়ারা আনসারী,সুপ্রকাশ চৌধুরী, দিলীপ সাঁতরা,সেখ আবেদ আলী,শিখা সরকার, দেবনাথ মুখোপাধ্যায়, মিঠু ব্যানার্জী প্রমুখের উপস্থিতিতে মহম্মদল হক,সেখ হাসানুজ্জামান , সেখ জাহাঙ্গীর,শ্যামা প্রসাদ চৌধুরী,তাপস ভূষণ সেনগুপ্ত, সুফি রফিক উল ইসলাম, সুরমান আলি মল্লিক,সৈয়দ আতাউর রহমান,কল্পনা রায়,কৃষ্ণা গাঙ্গুলী, পূর্ণিমা মজুমদার, সৌম্য পাল, বাসুদেব সাঁতরা,সব্যসাচী কোনার, শুভাশিস মিত্র, অমিতাভ ঘোষ, তন্দ্রা বসু, মিলি বিশ্বাস,টুম্পা চক্রবর্তী, মৌসুমী ভান্ডারী,অনিমা নাথ, শিবানী চৌধুরী, চন্দ্রানী ভট্টাচার্য্য, সুদীপ্ত মণ্ডল,রাজীব শীল,রবীন্দ্রনাথ হালদার, সেখ আজমত হক, সত্যরঞ্জন বিশ্বাস,ঙ পার্থ ধোলে, প্রমুখ প্রায় ষাট জন স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, বক্তব্য পরিবেশন করেন। পূবসাম এর সদস্য ও সদস্যাগণ পায়েল শেঠ এর নেতৃত্বে শুভম শীলের সঙ্গতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। প্রতিবন্ধী খুদে আবৃত্তিকার ঐন্দ্রিলা বসুর আবৃত্তি এবং এবং খুদে নৃত্য শিল্পী রেনেসা নাথের নৃত্য পরিবেশন যথেষ্ট বর্ণময় ছিল। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পূবসাম এর সহ সভাপতি কমলেশ মন্ডল ও সায়ন্তী হাজরা। কবিতা উৎসবের পূর্বে সকালের দিকে অনুষ্ঠিত হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা। চারটি বিভাগে প্রায় একশত ত্রিশজন অংশগ্রহণ করে। ক বিভাগের প্রথম প্রজ্ঞাদীপ রায়, দ্বিতীয় অস্মি চ্যাটার্জী, তৃতীয় দেবার্ঘ্য রায়।খ বিভাগে প্রথম তিনজন হল অনন্ত মুখার্জী,সম্প্রীতি ঘোড়ুই, রূপসা দাস ও পৌলমী সরকার (যুগ্ম তৃতীয়)। গ বিভাগে প্রথম তিনজন হল রাইসা পারভিন,স্নেহা খামারু, দেবস্মিতা পাল।ঘ বিভাগে প্রথম তিনজন হল শ্রীলেখা নন্দী, সম্প্রীতি প্রামানিক, জয়তী ধোলে।