|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি ২ নং বিডিও সভাকক্ষে প্রায় ৮০টি পূজো কমিটিকে নিয়ে একটি সমন্বয় সভার আযোজন করা করলো গলসি থানা ও গলসি ১ ও ২ ব্লক প্রশাসন। পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্তাদের পাশাপাশি হাজির ছিলেন এলাকার পূজো উদ্যোগতারা। যেখানে সরকারি বিভিন্ন বিধিনিষেধ তুলে ধরার সাথে সাথে সচেতনার বার্তা দেওয়া হয়। পুজোর দিনগুলি যাতে ভালো ভাবে কাটে তারজন্যই ওই সমন্বয় সভা বলে জানা গেছে। পুলিশ ও প্রশাসনের ওই কাজে খুশি এলাকার মানুষ। উক্ত সভায় উপস্থিত ছিলেন গলসি ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সেন, ডিএসপি অতনু ঘোষাল, সি.আই সাধন ব্যানার্জী, গলসি থানার ওসি দীপঙ্কর সরকার, মেজবাবু রতন দাস সহ গলসি ১ ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি এবং বিদ্যুৎ দপ্তর ও স্থানীয় অগ্নি নিবাপক কেন্দ্রের প্রতিনিধিরা।