|
---|
সেখ সামসুদ্দিন : ৯ অক্টোবরঃ মেমারি ২ ব্লকের মেমারি থানা এলাকার খয়েরপুর গ্রামে শ্রী সারদা সেবা মন্দিরের উদ্যোগে পুজোর প্রাক্কালে বস্ত্র বিতরণ করা হয়। এলাকার দুঃস্থ মানুষ সহ শ্রীশ্রী রামকৃষ্ণ সত্যানন্দ বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের নিয়ে মোট দেড়শো জনের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্বামী দিব্যাত্মানন্দ মহারাজ, চিন্ময় চৈতন্য মহারাজ, কৃষ্ণময়ী মা, সাতগাছিয়া ২ গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিমা সরেন, উপপ্রধান গৌতম মন্ডল, সমাজসেবী সৃষ্টিধর মজুমদার, সরকার মান্ডি, অসিত মুখার্জী, করুণাময় কুমার, সনাতন হেমব্রম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।