|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: লোকসভা নির্বাচনের আগে কি ঘর ভাঙতে চলেছে কংগ্রেসের? বিক্ষোভ মিছিলের পর ফের কৌস্তভকে সমর্থন শুভেন্দুর। এবার কৌস্তভ বাগচীর ফেসবুক পোস্ট শেয়ার করলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রবিবার একটি ফেসবুক পোস্টে আইনজীবী কৌস্তভ বাগচী লেখেন, রাজ্যের গ্রুপ ডি ২০১৭-র চাকরিপ্রার্থী, গ্রুপ ডি অপেক্ষারতদের ঐক্য মঞ্চ, ২০১৪-র প্রাথমিক টেট পাশদের একাংশ, যুব-ছাত্র অধিকার মঞ্চ, এনএসকিউএফ চাকরিপ্রার্থী মঞ্চ রাজভবনের সামনে অবস্থান করতে চায়। তাঁদের তরফে কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এই বিষয়টি জানিয়ে কৌস্তভ লেখেন, ‘কলকাতা পুলিশের মাননীয় নগরপাল মহোদয়, এবার অনুমতি পেতে অসুবিধে হবে না তো?’ ঠিক এর পরেই কৌস্তভের করা ওই ফেসবুক পোস্ট শেয়ার করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই বিষয়ে কৌস্তভ বাগচী জানান, ”আমার ফেসবুক পোস্ট যদি কেউ শেয়ার করেন, তাতে দলবদলের জল্পনা কেন আসছে বুঝতে পারছি না! তাহলে আমার পোস্ট শুভেন্দু অধিকারী শেয়ার করেছেন, বিপরীত দিক থেকে যদি বলি, তিনি কি কংগ্রেসে আসতে চাইছেন? আমি স্পষ্ট বলছি, আমার দল পরিবর্তনের এখনই কোনও সম্ভাবনা নেই। তৃণমূল এসব ইচ্ছা করে করছে। আমি দলবদল যদি করি সবাইকে জানিয়েই করব। লুকোচুরি খেলতে কোনও ইচ্ছা নেই আমার।”