|
---|
সেখ সামসুদ্দিন : ২৩ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল ৯ টায় মেমারি ১ ব্লকের নুদীপুর মোড়ে বাবা সাহেবের মূর্তির পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন করেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ডাঃ সুশীল মুর্মু। বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ডাঃ সুশীল মুর্মু, কার্যকরী সভাপতি ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, বঙ্গীয় সংখ্যালঘু মেমারি ১ ব্লক সভাপতি ডাঃ হালদার এবং উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জাতীয় সংগীত পরিবেশন করে কর্মসূচি শুরু করা হয়।