|
---|
নিজস্ব সংবাদদাতাঃ গত ১৫/০৫/১৯ বিশেষ সূত্র মারফত খবর পেয়ে লালবাজারের গোয়েন্দা বিভাগ কলকাতার বড়বাজার থানা এলাকায় পৌচ্ছায়। তাদের কাছে খবর ছিলো বিপুল পরিমাণ নগদ কালো টাকা হাতবদল হতে চলেছে। লালবাজার থানার গোয়েন্দা বিভাগের নজরদারি শাখা এবং গুন্ডা দমন শাখার অফিসাররা সাদা পোশাকে কড়া নজরদারি চালান বড়বাজার থানা এলাকায়।
নজরদারি শাখা অফিসাররা কুণাল কুমার ও রাহুল কুমার নামের দুই সন্দেহভাজনকে মীর বাহার ঘাট রোড এবং স্ট্র্যান্ড রোড ক্রসিংয়ে আটক করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় মোট নগদ ৬৫ লক্ষ টাকা।
গুন্ডা দমন শাখার অফিসাররা ৪৬ নং স্ট্র্যান্ড রোড এলাকায় মোহন আগরওয়াল নামের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা ।
কীভাবে তাদের কাছে এই বিপুল পরিমাণ টাকা এল, তার কোনও উত্তর দিতে পারেনি তারা। গ্রেপ্তার করা হয়েছে তিনজন টাকা পাচারকারীকেই। উদ্ধার হয় মোট নগদ ১ কোটি ৫০ হাজার কালো টাকা।
ছবি রইল তিন অভিযুক্তের ও বাজেয়াপ্ত হওয়া নগদ টাকার।
সূত্র ঃ কলকাতা পুলিশ