২ দিনে ১২ কোটির বেশি বাজারমূল্যের নিষিদ্ধ মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স

নতুন গতি নিউজ ডেস্ক। খবর এসেছিল গোপন সূত্র মারফত। তারই ভিত্তিতে পরপর ২ দিন দক্ষিণ কলকাতার ২টি ভিন্ন ভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তার করা হয়েছে মাদক পাচারকারীদেরও।

    প্রথম ঘটনা ৩ আগস্টের। সূত্র মারফত খবর পেয়ে, হেস্টিংস থানার অন্তর্গত মুন্সি প্রেমচন্দ সরণির পাশে অপেক্ষা করছিলেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারেরা। বিকেল ৪টে নাগাদ একটি মারুতি সুজুকি গাড়িকে আটক করেন তাঁরা। শুরু হয় তল্লাশি। গাড়ির দরজার ভিতর থেকে উদ্ধার হয় ৩ কেজিরও বেশি ওজনের অপরিশোধিত হেরোইন। ঘনত্বের ওপর ভিত্তি করে যার বাজারদর পৌঁছতে পারে ১২ কোটি পর্যন্ত।

    দীপক রায় এবং কুমার ছেত্রী, ধৃত দু’জনেই অসমের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই তারা নিষিদ্ধ মাদক পাচারের কারবার চালাচ্ছিল কলকাতায়। এতদিনে ধরা পড়ল।

    দ্বিতীয় ঘটনা ৪ তারিখের। সূত্র মারফত খবর পেয়ে ওয়াটগঞ্জ থানা এলাকার নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছিল স্পেশাল টাস্ক ফোর্সের টিম। বেলা ৩.৪০ নাগাদ একজনকে দেখা যায় হেঁটে আসতে। সঙ্গে বড় ব্যাগ। সোর্স শনাক্ত করতেই তাকে ঘিরে ফেলেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারেরা। তল্লাশিতে ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় মোট ৮ কেজি ২৬১ গ্রাম ওজনের চরস। বাজারদর কমপক্ষে ৮ লক্ষ টাকা।

    ধৃতের নাম সৈফুদ্দিন শেখ। কলকাতারই বাসিন্দা। ধৃত ৩ জনেরই জেরা চলছে। মাদক পাচারের এই চক্রে আর কে কে জড়িত, জানা যাবে দ্রুতই। ধরাও পড়বে সবাই।