|
---|
আসিফ আলম, নতুন গতি, বহরমপুর: আজ সকাল ১০ টা নাগাদ দুজন বাইক আরোহীকে পিষে দিল একটি লড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্দ্রজিৎ দত্ত নামের এক ব্যক্তির! ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মেহেদীপুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা যায় ৩৪ নং জাতীয় সড়কে বহরমপুর টু ফারাক্কা রুটে বাইকে করে দুজন বহরমপুর থেকে পলসন্ডার দিকে যাচ্ছিল, সেই সময়ে একটি ১৪ চাকার লড়ি তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্দ্রজিৎ দত্তের এবং বাইকের পিছনে ছিল তার প্রেমিকা, সে এখন ICU তে ভর্তি । লড়িটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক। উত্তেজিত জনতা ৩৪ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে। এর ফলে বেশ কিছুক্ষণ যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।।