স্বপ্নের উড়ান পাইকর উচ্চ বিদ্যালয়ের, 5 বার জেলার সেরা

 

    নিজস্ব প্রতিবেদক- ” চ্যাম্পিয়ন ছোট থেকে কেউ হয়ে আসেনা, চ্যাম্পিয়ন তৈরি করতে হয়” কথাটি অনেকেই হয়তো শুনে থাকবেন।এভাবেই বছরের পর বছর পড়াশোনার সাথে সাথে খেলাধুলাতেও বেশ নজর কেড়ে আসছে পাইকর উচ্চ বিদ্যালয়। বীরভূম জেলার শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়টির পথ চলা শুরু হয়েছিল স্বাধীনতার পূর্বে 1927 সালে। অনেক ইতিহাসের স্মৃতি বহন করে চলেছে এই বিদ্যালয়টি। অনেক কৃতি সন্তান আজ এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত। এবার 2019 সালে ক্রিড়া বিভাগে মহাকুমা ও জেলা চ্যাম্পিয়ন হয়ে রেকর্ডের পর রেকর্ড গঠন করে চলেছে। এই নিয়ে 16 বার পাইকর উচ্চ বিদ্যালয় মহাকুমা চ্যাম্পিয়ন ও 5 বার জেলা চ্যাম্পিয়নের শিরোপা ধরে রেখেছে। পাইকর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাপস কুমার চট্টোপাধ্যায় বরাবরই একজন ক্রীড়াপ্রেমী ফুটবল হোক বা ক্রিকেট মাঠে থাকা চাই ।

    তাপস বাবুর কথায় ক্রীড়া বিভাগের প্রশিক্ষক তথা ভূগোলের শিক্ষক মনোজ বাবু ছেলেদের পেছনে অক্লান্ত পরিশ্রম করেন যার ফলস্বরূপ আমাদের এই প্রাপ্তি। তাছাড়া বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক শিক্ষিকাও সব সময় ছেলেদের অনুপ্রেরণা যুগিয়ে গেছেন। খুব ভালো লাগছে আমরা এবারেও জেলা স্তরের শিরোপা ধরে রাখতে পেরেছি বলে। ছেলেদের অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল তাদের আগামী দিনের জন্য।