|
---|
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্ম দিবসে শশাবনী নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় এবি হিউম্যান কেয়ার ট্রাস্টের সহযোগিতায় শশাবনী গ্রামে বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিন ক্যাম্পে প্রায় ৮০জনের বিনামূল্যে সুগার পরীক্ষা করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুগবসান গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মীর হামিদুর ইসলাম, এবি হিউম্যান কেয়ার ট্রাস্টের কর্ণধার ও গ্ৰামীন চিকিৎসক সেখ কমরুদ্দিন, ক্লাবের সভাপতি মীর সাইদুল রহমান, সম্পাদক মীর সাহিল আলী সহ এলাকার বহু মানুষ।
এবি হিউম্যান কেয়ার ট্রাস্টের কর্ণধার সেখ কমরুদ্দিন বলেন, ডায়াবেটিস বা সুগারের রোগী এখন ঘরে ঘরে দেখতে পাওয়া যায়। এই রোগটি বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওষুধ, শরীরচর্চা এবং খাওয়া-দাওয়া নিয়ম মেনে করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বটে, কিন্তু তা কোনোভাবেই পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। তাই নিয়মিত সুগার লেভেল পরীক্ষা করা উচিত।