|
---|
হরিশ্চন্দ্রপুর: ভরা বিয়ের সিজন চলছে, তবে অবাক কান্ড বরযাত্রী যাওয়া এক ব্যক্তির কাছ থেকে লোডেড নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়েছে । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর সংলগ্ন এলাকার একটি গ্রামে। যার কাছে পিস্তল পাওয়া গেছে সেই ব্যক্তির নাম রজক, বাড়ি বিহারের আমেদাবাদ থানার অন্তর্গত এলাকায়।
বিয়ে বাড়িতে লোডেড নাইন এমএম পিস্তল নিয়ে ওই যুবককে ঘুরতে দেখে বরযাত্রীরা সকলে ভয় পেয়ে যায়। এর পরে স্থানীয় থানায় খবর দেয়া হয়, পুলিশ এসে ওই যুবককে আটক করে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বরপক্ষ কিংবা কন্যাপক্ষ কেউ মুখ খুলতে চাননি , তাদের এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা প্রসঙ্গ এড়িয়ে যায়।
পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সে অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত আছে কিনা। তবে ওই যুবকের কাছ থেকে পিস্তল ছাড়া অন্য কিছু পাওয়া যায় নি।