বাম-কংগ্রেসের ডাকে কৃষি আইন এর বিরুদ্ধে ও নবান্ন অভিযানে ছাত্রছাত্রীদের উপর পুলিশি লাঠিচার্জের ধিক্কার জানিয়ে মোথাবাড়িতে পথ মিছিল

বাম-কংগ্রেসের ডাকে কৃষি আইন এর বিরুদ্ধে ও নবান্ন অভিযানে ছাত্রছাত্রীদের উপর পুলিশি লাঠিচার্জের ধিক্কার জানিয়ে মোথাবাড়িতে পথ মিছিল

     

     

     

    নতুন গতি, মোথাবাড়ি : বাম-কংগ্রেসের ডাকে কৃষি আইন এর বিরুদ্ধে ও নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশি লাঠিচার্জের ধিক্কার জানিয়ে মোথাবাড়িতে পথ মিছিল সিপিএম কংগ্রেসের। এই পথসভা টি শুরু হয় মোথাবাড়ি পি ডব্লিউ ডি ময়দান থেকে গ্রিন মার্কেট হয়ে কালিয়াচক ২ নম্বর ব্লক বিডিও অফিস পর্যন্ত। এবং পথ অবরোধ করেন মোথাবাড়ির চৌরঙ্গীতে । এই ধিক্কার পথ মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম নেতৃত্ব স্বপন কুার ঘোষ, আরাউল হক, কংগ্রেসের নেতৃত্ব দুলাল শেখ, জেলা ছাত্র সহ-সভাপতি আসিফ শেখ ব্লক যুব সভাপতি হাবিব হক সহ আঞ্চলিক কমিটির নেতৃত্ব গণ ।

     

    উপস্থিত ছাত্র নেতা আসিফ সেখ জানান, ছাত্র যুব সংগঠন কলেজ বিশ্ববিদ্যালয় ও কর্মসংস্থানের দাবিতে নবান্ন অভিযান এর পথে বাধা ও পুলিশ ছাত্রছাত্রীদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করেছে তাই আমরা আজ তার প্রতিবাদে রাস্তায় নেমেছি । তার সাথে সাথে কৃষকদের আন্দোলনের সমর্থনে ও বঞ্চিত কৃষক বিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল-সভা করলাম ।

     

    বাম-কংগ্রেস নেতা স্বপন ঘোষ ও দুলাল সেখ রা বলেন , আমরা কৃষকদের পাশে আছি এই কৃষি কালা আইন আমরা প্রত্যাহার চাই নইলে দেশজুড়ে আমরা আগামী দিন বড়ো আন্দোলনে নামতে বাধ্য হব বলে জানান তারা । এছাড়াও তারা বলেন , ছাত্রছাত্রীদের ওপর যেভাবে রাজ্যসরকার নির্মমভাবে অত্যাচার করে চলেছে এর ধিক্কার ও কড়া নিন্দা জানাই । শান্তিপূর্ণভাবে এই মিছিল ও সভা শেষ হয় ।