সংকট মেটাতে গলসিতে তৃণমূল সংখ্যালঘু সেলের স্বেচ্ছায় রক্তদান শিবির

আজিজুর রহমান (মাখন) নতুন গতি, গলসি :-  গলসির আটপাড়া গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আবসার আলি মিঞা। যেখানে এলাকার ৬০ জন তৃণমূল কর্মী রক্তদান করলেন। জানা যায়, কিছুদিন পূর্বে রাজ্য শুরু হয়েছে লকডাউন। আর এতে পূর্ব বর্ধমান জেলার হাসপাতাল গুলিতে দেখা দিয়েছে রক্তের সংকট। সেই সংকট মেটাতে ব্লকে ব্লকে শুরু হয়েছে রক্তদান শিবির। কখন কোন স্বেচ্ছাসেবী সংগঠন, কখন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা রক্তদান করছেন। এবার সেই কাজে নামল গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। এলাকার তৃণমূল নেতা রহমত মোল্লার প্রচেষ্টায় এদিন ওই রক্তদান শিবিরটি করা হল।

    উৎসাহিত করতে স্থানীয় বিধায়ক ও ব্লক তৃণমূল নেতারা ওই শিবিরে যোগদান করেন। শিবির থেকে ৬০ ইউনিট রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। লক ডাউনে এমন কাজ যে বেশ প্রশংসনীয় এমনটা বলাই যায়। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন, গলসির বিধায়ক নেপাল ঘরুই, গলসি ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ রোকেয়া, সহসভাপতি অনুপ চ্যাটার্জ্জী, ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পার্থ সারথী মন্ডল, জেলা তৃনমুল যুব সম্পাদক রহমত মোল্লা সহ বেশ কিছু দলীয় নেতা কর্মী। তৃণমূল নেতা রহমত মোল্লা জানিয়েছেন, লকডাউনের জন্য বর্ধমানের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট চলছে। দলনেত্রী মানুষের পাশে থাকতে বলেছেন। তাই তারা ওই কাজে নেমেছেন। প্রাথমিক ভাবে একটি পঞ্চায়েতে শুরু হয়েছে। এবার আরও পঞ্চায়েতে শুরু করবেন। পাশাপাশি তারা এবার এলাকার মানুষের চিকিৎসার জন্য একটি যুব টিম গড়বেন। ওই টিমের কাজ হবে দুস্ত মানুষদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। তারা এলাকার যেখানেই দুস্থ মানুষের খবর পাবেন। সেখানেই পৌছে যাবে তাদের যুব বাহিনী। তারপর তাকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করবেন।