|
---|
সংবাদদাতা : আজ রাত ৮টার সময় হঠাৎ ভেঙ্গে পড়লো বর্ধমান স্টেশনে এর মেন বিল্ডিংয়ের মধ্যে অংশটা। ২জন আহত,১জন আশঙ্কজনক হন বর্ধমান মেডিক্যল হসপিটাল ভর্তি। এই সময় প্রচুর ভীড় ছিলো মামুষের, যাওয়ার রাস্তা পাশ দিয়ে করে দিয়েছে পুলিশ তৎপর কাজ করে চলেছেন। ১ ও ২ নং প্লাটর্ফম যাওয়া আাশা বন্ধো রেখেছেন। বিভিন্ন জায়গায় মানুষ যাওয়া আসা করেন এই বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনের অন্যআন্য কাজ চলছে। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান স্টেশনে হাজির হয়েছেন এবং রোগীদের দেখতে গেছেন। প্রাক্তন মন্ত্রী অধীর রঞ্জন বলেন বর্ধমান স্টেশনকে ভালো করে রক্ষণকরা দরকার। বর্ধমান স্টেশনে ঢোকার মেন গেট উপর থেকে ভেঙ্গে পড়ে।