|
---|
আজিম সেখ,নতুন গতি,বীরভূম:- ৮ই জানুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থনে এবং NRC, NPR ও CAA-র বিরুদ্ধে পথসভা অনুষ্ঠিত হয় আজ রামপুহাট ১ নং ব্লকের কাষ্ঠগড়ায়, হসপিটাল মোড়ে। পথসভা থেকে বক্তারা ধর্মঘটকে সর্বাত্মক করে তোলার আহ্বান জানান।
৬ই জানুয়ারি রামপুরহাটের মহামিছিলে যোগ দেওয়ারও আহ্বান জানানো হয় পথসভা থেকে। বক্তব্য রাখেন জেলা শ্রমিক নেতা সঞ্জীব বর্মণ, সঞ্জীব মল্লিক, কৃষক নেতা নিতাই লেট, আব্দুল আলীম, এবিপিটিএ নেতা সুবোধ সাহা।
সভাপতিত্ব করেন স্বপন পাল। উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ পার্টি নেতা মুন্সি টূডু এবং মিস্টার সেখ।