খোদ দিঘাতে কিওকুশিন ক্যারাটের ট্রেনিং ক্যাম্প,আয়োজক জাকির আহমেদ

নিজস্ব সংবাদদাতা, দিঘা: বিশ্বব্যাপী কিওকুশিন ক্যারাটের ট্রেনিং ক্যাম্পের ভারতীয় বিভাগের ক্যাম্প অনুষ্ঠিত হলো দিঘাতে,আয়োজক হিসেবে ছিলেন জাকির আহমেদ(President & Branch Chief India Chapter United World Kyokushin Karate Organization)।
ক্যারাটে জগতের লিজেন্ড এবং ব্যাপক জনপ্রিয় ‘সসাই মাসুতাতসু ওয়ামা’ যিনি ক্যারাটের কিয়োকুশিন স্টাইলের জন্মদাতা,তাঁর (Sosai Masutatsu Oyama) একজন সুযোগ্য ছাত্র,জীবন্ত লিজেন্ড ‘কাঞ্চো এ কে ইসমাইল’ (Kancho A.K.Ismail, Founder & President Worldwide) হলেন ইউনাইটেড ওয়ার্ল্ড কিউকুশিন ক্যারাটে অর্গানাইজেশনের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট।
এছাড়াও হাজির ছিলেন ওয়ার্ল্ডওয়াইড প্রেসিডেন্ট এ কে ইসমাইল সহ ছয় দেশের প্রতিনিধি ও চ্যাম্পিয়নরা।
ভারতের মহারাষ্ট্র,জয়পুর,হায়দ্রাবাদ সহ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিরা হাজির হয় ক্যাম্পে,এবং গতকাল টুর্নামেন্ট শেষে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে ক্যাম্প শেষ হয়।
সত্তরোর্ধ্ব কাঞ্চো এ কে ইসমাইল বলেন “প্রতিটি মানুষের ক্যারাটে শেখা উচিত,বিশেষ করে মেয়েদের। যারা খরচ দিতে অক্ষম,তাদেরও আমরা বিনামূল্যে শেখাবো। আমাদের উদ্দেশ্য হলো ক্যারাটের মাধ্যমে বিশ্ব ভাতৃত্বকে সুদৃঢ় করা,সম্প্রীতি তৈরি করা এবং শান্তির বার্তা দেওয়া”