|
---|
মালদাঃ পাশের অনুষ্ঠান বাড়িতে লোহার রেলিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। রাস্তা দিয়ে সাইকেলে যাওয়ার সময় সে পড়ে গেলে পাশের অনুষ্ঠান বাড়ির সামনে থাকা একটি লোহার রেলিংয়ে সে তড়িতাহত হয়। আশঙ্কাজনক অবস্থায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। মৃতের নাম জনি দাস(৯)। হবিবপুর থানার খড়িবাড়িতে তার বাড়ি। সে খড়িবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। বাবা নিত্য দাস পেশায় চাষি। শনিবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, গোটা বাড়ি কোনওকারণে শর্টসার্কিট হয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।