|
---|
মালদা- বড়সড় ডাকাতির ছক বানচাল করল মোথাবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র-সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা আইয়ূব মোমিন(২৭) ও আয়েশ শেখ(৩২)। আইয়ূবের বাড়ি মোথবাড়ি থানার বাবলা কমলাপুরে। আয়েশের বাড়ি ঝাড়খন্ড জেলার সাহেবগঞ্জে।
ধৃতদের কাছ থেকে পুলিশ একটি পিস্তল, এক রাউন্ড কার্তুজ, একটি ভুজালি, একটি হাঁসুয়া-সহ একটি মোটর বাইক উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পঞ্চান্দপুর ফেরি ঘাটে গিয়ে অভিযান চালায়। সেখানে ৬-৭ জনের একটি দল জমায়েত হয়েছিল। বাকিরা পালিয়ে যায়। পঞ্চানন্দপুর এলাকাতেই তারা বড়সড় ডাকাতির ছকে সেখানে মিলিত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।