রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন বিভাগের আর্থিক সহায়তায় ও সুজাপুর বিধায়ক ইশা খান চৌধুরীর উদ্যোগে সুজাপুর বিধানসভা এলাকায় প্রায় ৮০ টি কবরস্থানের কাজ শেষ হলো

নতুন গতি ওয়েব ডেস্ক:রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন বিভাগের আর্থিক সহায়তায় ও সুজাপুর বিধায়ক ইশা খান চৌধুরীর উদ্যোগে সুজাপুর বিধানসভা এলাকায় প্রায় ৮০ টি কবরস্থানের উন্নয়নমূলক কাজ শেষ করা হয়েছে I বিধানসভা ভোট ঘোষণা এখন সময়ের অপেক্ষা I চলতি মাসেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে I তার আগেই বাকি থাকা কাজ শেষ করার পাশাপাশি জনসংযোগের কাজে জোর দিয়েছেন বিধায়ক ইশা খান চৌধুরী I বৃহস্পতিবার তিনি নওদা যদুপুর ও জালালপুর অঞ্চলের বেশকিছু কবরস্থানের বাউন্ডারি দেওয়াল কাজের উদ্বোধন করেন I নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কাশিমনগর গ্রামের বাসিন্দাদের
দাবি মেনে কবরস্থানের কাজ গুলি করা হয় I এ দিন সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে ছোট ছোট আলোচনা চক্রে যোগদান করেন বিধায়কI সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ও তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন বিধায়ক ঈশা খান I আগামী দিনে তাদের নানান সমস্যা সমাধানের আশ্বাস দেন