|
---|
সংবাদদাতা : বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে জায়গা কোনভাবেই দেওয়া যাবে না নবাবিয়া মিশন এর একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে বললেন রাজ্য যুব সহ-সভাপতি ও হুগলি জেলা স্বাস্থ্য কর্মদক্ষ শান্তনু ব্যানার্জি, এদিন নবাবিয়া মিশন এর অডিটোরিয়াম হলে শারদীয় উৎসব উপলক্ষে শুভ পঞ্চমীর দিনে বস্ত্র উপহার তুলে দেয়া হয় কয়েকশো মানুষের হাতে বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে সম্পূর্ণ সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে সরকারি নিয়ম মেনে অনুষ্ঠানটি পরিচালনা করা হয় নাবাবিয়া মিশনে সাধারণ সম্পাদক শেখ সাহিদ আকবার বলেন আমরা প্রত্যেক বৎসর এইসময় বস্ত্র উপহার মানুষের হাতে তুলে দিই এছাড়াও সারা বছর নবাবিয়া মিসন শিক্ষা আন্দোলনের সাথে সাথে রাজ্যে একটা জায়গা তৈরি করে নিয়েছে যার ছাত্র-ছাত্রী রাজ্য দেশ তথা দেশের বাইরে প্রতিষ্ঠিত এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নজর কেড়েছে রাজ্যবাসী কাছে কয়েকদিন আগে জয়েন এন্ট্রান্স রেজাল্ট মেডিকেলীয় নবাবিয়া মিশন এর ছাত্র একাধিক সুযোগ পেয়েছে। কখনো বস্ত্র কখনো চিকিৎসার জন্য অর্থ কখনো স্কলার্শিপ মেধাবী ছাত্রদের বন্যায় ত্রাণ লকডাউনে ত্রাণ আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর সুন্দরবনের এবং সেখানে দীর্ঘদিন ধরে ক্যাম্প করে পরিস্থিতির শিকার অসহায় মানুষদের খাবার হাতে তুলে দেন শেখ সাহিদ। একবার বলেন আমরা বহু শহীদা ব্যক্তির এই কাজে সহযোগিতা পাই যে মানুষটিকে নবাবিয়া মিশন কখনো ভুলবে না চির কৃতজ্ঞ তিনি পাশে না থাকলে এই ধরনের কাজ কখনই করা সম্ভব হতো না পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এর কর্ণধার জিডি চ্যারিটেবল সোসাইটির চেয়ারম্যানআলহাজ্ব মোস্তাক হোসেন সাহেবের দুহাত ভরে অনুদানের কথা পতাকা পরিবারের কথা শারিফ হসেন মোশরেফা হোসেন মোতাহার হোসেন গণেশ সেন সাইদুল খান সহ পরিবারের সকল সদস্যকে জানাই মোবারকবাদ কৃতজ্ঞতা জানাই প্রার্থনা আইএএস নুরুল হক সাহেবকে এদিন অনুষ্ঠানে শান্তনু ব্যানার্জি বলেন আমি এই প্রথম নাবাবিয়া মিশনে এলাম ভেতরে ঢোকার এর আগে সেই ভাবে হয়ে উঠেনি এ অনুষ্ঠানে না আসলে আমি অনেক কিছু মিস করতাম এসে দেখলাম মাইনোরিটিপ্রাপ্ত একটি মিশন এখানে সম্প্রীতির এত সুন্দর বাতাবরণ তৈরি হয় তার নজির আজকেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তৈরি করেছে নবাবিয়া মিশন এই লকডাউনে খানাকুলের মানুষের হৃদয়ে পৌঁছে গেছে নবাবিয়া মিশন আমি এই মিশনের পাশে আছি আগামীতে সুবিধা-অসুবিধা সর্বদায় থাকবো এবং গার্লস হোস্টেল নির্মাণের জন্য যে রাস্তাটি হওয়ার প্রয়োজন সেটি আগামী তিন-চার মাসের মধ্যে তৈরি করে দেবো এছাড়া উপস্থিত ছিলেন খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি নাঈমুল হক ওরফে রাঙ্গা ঠাকুরানিচক পঞ্চায়েত প্রধান শীতল মন্ডল আলী হাসান সন্দীপ বর অসিত সিংহ রায় যুনাইদুল হক চৌধুরী শেখ মোহাম্মদ ইসমাইল সহ এলাকার বিশিষ্ট জনেরাসমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইদুল হাসান শেখ জামাল উদ্দিন সেলিম বাদশা কামরুজ্জামান মিথ্যা শেখ মোহাম্মদ আকিব।