|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : মালদা-গাজোল বিধানসভা কেন্দ্রটি আদিবাসী সংরক্ষিত। আদিবাসীদের জমি প্রলোভন দেখিয়ে অ-আদিবীসারা কিনে নিচ্ছেন। কোথাও কোথাও তাদের জমি বেদখল করে নিচ্ছেন অ-আদিবাসীরা। কোথাও আবার ভুয়ো সরকারি অনুমতি দেখিয়ে অ-আদিবাসীদের কাছে জমি বিক্রি করে দেওয়া হয়েছে। ফলে উল্টে এখন আদিবাসীরা গাজোলে সংখ্যালঘু হয়ে পড়েছে। আদিবাসীদের জমি পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার হল ঝাড়খন্ড মুক্তি মোর্চা। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মদতে জমিগুলির হস্তান্তর হচ্ছে অন্যদের মধ্যে বলে অভিযোগ এনেছে তারা। এদিন আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান সদস্যরা। পরে ১২ দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে ডেপুটেশন দেন। পাশাপাশি জমিগুলির অবিলম্বে পুনরুদ্ধারের ব্যবস্থা না হলে বড়সড় আন্দোলনে নামার হুমকি দিয়েছেন সদস্যরা।