মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিজেপির সদস্য দাবি সোশাল মিডিয়ায়। ফেক আইডি কার্ড নিয়ে ক্ষুব্ধ মাননীয় মুখ্যমন্ত্রী।

নতুন গতি নিউজ ডেস্ক : জানি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিরোধীদের বারবার কোনঠাসা করেছে বিজেপি। এমনকী নানান ধরণের ফেক পোস্ট, ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে বিজেপির আইটি সেলের বিরুদ্ধে।

    নির্বাচন মিটলেও এখনও সেই ধারা অব্যাহত রয়েছে। এবার যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর নামে বিজেপি সদস্যপদের একটি ভুয়ো আইডেন্টিটিটি কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এই ছবি ও খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছতেই তিনি চরম ক্ষুব্ধ হয়েছেন বলেই তৃণমূল সূত্রে খবর।

    এর আগেও অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা ধরণের কুরুচিকর ছবি, পোস্ট শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে নানাভাবে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও বন্ধ হয়নি এই ধরণের ভুয়ো পোস্টের রমরমা।

    জানা গিয়েছে, মঙ্গলবার এই ছবিটি দেখার পরই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই ধরণের ছবি-পোস্টের মোকাবিলা করতে দলীয়ভাবে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। বিজেপির তরফে অবশ্য এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানা যায়।