|
---|
লুতুব আলি, ২৪ ডিসেম্বর : উত্তর ২৪ পরগনার খড়দহে শুরু হয়েছে ত্রিবিংশতি তম বর্ষ বইমেলা। এই বইমেলার উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও বিশিষ্ট সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। খড়দহ বইমেলা কমিটির সভাপতি তথা খড়দহ পৌরসভার পৌরপ্রধান শ্রীমতি নিলু সরকার বই পিপাসু মানুষদের স্বাগত জানিয়েছেন। ২১ ডিসেম্বর এই বইমেলার উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় আয়োজকদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তিলোত্তম মজুমদারও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই বই মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। জেলার প্রকাশকদের সঙ্গে কলকাতা বই পাড়ার কলেজস্ট্রিটের নামিদামি প্রকাশকেরা এই বইমেলায় স্টল দিয়েছেন। লিটল ম্যাগাজিন স্টলেও ভিড় পরিলক্ষিত হয়েছে। এই বইমেলায় অনুষ্ঠিত হল কবি সম্মেলন, জেলার স্থানীয় কবি সাহিত্যিক দের সঙ্গে বহিরাগত বিশিষ্ট কবি সাহিত্যিকরাও কবি সম্মেলনে অংশগ্রহণ করেন। এই কবি সম্মেলন পরিচালনা করেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী বিশিষ্ট গীতিকার ও কবি পরাশর বন্দ্যোপাধ্যায়। খুবই সম্মেলনের স্বরচিত কবিতা পাঠ করেন নিখিলেশ্বর ভট্টাচার্য, মানিক চন্দ্র দে, জিতা লাহিড়ী, পুষ্পিতা গুহ, রঞ্জীব চক্রবর্তী, জয়ন্ত কুন্ডু, চন্দ্রশেখর চক্রবর্তী, জয়া ঘটক, অভিজিৎ গোস্বামী, মিতালী মুখার্জী, কাকলি সেনগুপ্ত, শশাঙ্ক দাস বৈরাগ্য, পত্রালি গুহ, সুভাষ সাহা, সুদীপ মুখোপাধ্যায়, কল্পনা দত্ত, সুপ্রতিম ভৌমিক প্রমুখ। এক সাক্ষাৎকারে পড়ার সর বন্দ্যোপাধ্যায় জানান, এই কবি সম্মেলনে কবিদের ব্যাপকভাবে উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। হোয়াটসঅ্যাপ, ফেসবুক , নেটওয়ার্কিং এর দুনিয়াতেও এই বইমেলাতে বইপ্রেমীদের ভিড় এক ভিন্ন বার্তা দেয়।