মোদি-শাহ মাথা মোটাদের পশ্চিমবাংলায় ক্যা ক্যা চলবেনা- কেষ্ট মন্ডল

 

    নিজস্ব সংবাদদাতা-এনআরসি ও সিএএ ইস্যুতে অগ্নিগর্ভে পরিণত হয়েছে ভারতবর্ষ, ভিটেমাটি হারানোর ভয়ে কোটি কোটি মানুষ আজ পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। কেন্দ্র সরকার সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল পাস হবার পরই সারা ভারতবর্ষজুড়ে আন্দোলনের ডাক দেন রাজনৈতিক দল থেকে বিভিন্ন সংগঠন। এবার সেই কেন্দ্র সরকারের অসাংবিধানিক ইস্যুগুলোকে তুলোধোনা করলো বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার মুরার‌ই বিধানসভার হাজরা মাঠে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের সাধারণ সভায় অনুব্রত মণ্ডল বলেন মোদী- শাহ মাথামোটা দের ক্যা ক্যা চলবেনা পশ্চিমবাংলায়। এখানে এনআরসি করতে এলে বাংলার মা বোনেরা ঝাঁটাপেটা করে বিদায় করবে। এখানে হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করবে এখানে সাম্প্রদায়িকতার বিষ ছড়ালে পথ খুঁজে পাবেনা। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, বিকাশ রঞ্জন রায় চৌধুরী, রানা সিং, চন্দ্রনাথ সিনহা, সৈয়দ সিরাজ জিম্মি, আব্দুর রহমান, ম‌ইনুদ্দিন শামস, আলি খান ছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব।