সরকারি নানা প্রকল্পে বঞ্চিত, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ চাঁচলে

নতুন গতি,উজির আলী,চাঁচল,১৭ ফেব্রুয়ারি : সরকারি নানান প্রকল্প থেকে বঞ্চিত হওয়ায় পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ অবস্থানে বসলেন এলাকাবাসী। সোমবার মালদহের চাঁচল ১ নং ব্লকের মহানন্দাপুর কংগ্রস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে এলাকাবাসী দলে বেধে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ কারীদের অভিযোগ,পঞ্চায়েত অফিসে যেকোনো প্রকল্পের আবেদন করতে হলে কাটমানির শিকার হতে হচ্ছে। এমনিক হুমকিও শুনতে হয় তাদের।
এছাড়াও এদিন বিধবা সহ বার্ধক‍্য ভাতা থেকে বঞ্চিত বহু উপযুক্তরা প্রতিবাদে সরব হন।

    এলাকার শ্রমিক গোলাম মোস্তাফা ও আব্দুল রেজ্জাক সহ বহু বিক্ষোভকারীরা জানান, জব কার্ড থাকা সত‍্যেও ১০০ দিনের কাজ পাচ্ছে না তারা। অসহায় গরীবরা সমব‍্যাথী প্রকল্পের আবেদন করলেও মিলছে টাকা বলে দাবী।
    প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেলেও মাটি ভরাটের জন‍্য জবকার্ডে শ্রম দিবসের মজুরি পঞ্চায়েত জানাতে গেলে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকায়, এদিন সরব হয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে তারা। পঞ্চায়েত প্রধান প্রবীন গোপাল চৌধুরী জানান, উপযুক্ত উপভোক্তারা আবেদন করলেই তারা প্রকল্পের আওতায় হচ্ছেন। সরকারী নিয়মানুসারে সঠিক সময়ে তা প্রদান করা হয়। এই বিক্ষোভ সাধারণদের নয়! এটা তৃণমূলের চক্রান্ত বলে দাবী প্রধানের।

    অন‍্যান‍্য গ্রাম পঞ্চায়েত গুলিতে এইকরম হচ্ছেনা। ওই পঞ্চায়েতে সাধারণ মানুষ প্রকল্প থেকে বঞ্চিত বলে প্রতিবাদ করছেন বলে দাবী চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সচীনানন্দ চক্রবর্তীর।

    ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশ বাহিনী।
    যথা সম্ভব দাবীগুলো পূরণ করার চেষ্টা করব প্রধানের এই আশ্বাসে আশ্বস্ত হয়ে টানা ২ ঘন্টা পর তালা খুলে বিক্ষোভ তুলেদেন তারা। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে বলেন জানান বিডিও সমীরণ ভট্টাচার্য্য।