|
---|
নতুনগতি, চাঁচল: নক আউট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হল রবিবার। উল্লেখ্য টানা একমাস ধরে কে এম কে যুব সংঘ পাঠাগারের উদ্যোগে নক আউট ফুটবল টুর্নামেন্ট চলছিল মালদহের চাঁচল থানার মালচা ফুটবল মাঠ প্রাঙ্গনে। এদিন ০-৩ গোলে উত্তর দিনাজপুরের পতিরাজ হাট আদিবাসী একাদশকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় চাঁচলের সাঞ্জীব দল।
পতাকা উত্তলোনের মাধ্যমে ফাইনাল খেলার সূচনা করেন বিধায়ক আসিফ মেহবুব। উপস্থিত ছিলেন জেলাপরিষদ সামিউল ইসলাম,পঞ্চায়েত সমিতির সভাপতি ওবাইদুর রহমান সহ প্রমুখ।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠের চতুরপ্রান্তের হাজারো দর্শকের উৎসাহ ছিল নজড়কাড়া। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন ক্লাব কর্তৃপক্ষ। বিজয়ী দলের রবি হাঁসদা টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ হন। ম্যান অব দ্য সিরিজ হয় বিজয়ী দলের নয়ন মুর্মু।