|
---|
নিজস্ব প্রতিনিধি, তমলুক: দূর্গাচক আইমা ইউনিটের উদ্যোগে হলদিয়া সাব-ডিভিশনাল আইমা অফিসের সহযোগিতায় উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য গোলাপ ফুল ,পেন,পেনসিলবক্স , ও ঠান্ডা পানিয় জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ৷
উক্ত সভায় উপস্থিত ছিলেন আইমার পূর্ব মেদিনীপুর জেলার সহ সম্পাদক আব্দুল সেলিম সাহেব ,জেলা সভাপতি হাজী ফরিউদ্দিন সাহেব , স্বাস্থ্য দপ্তরের মহা সচীব বিষ্ণুপদ পন্ডা মহাশয় , প্রাক্তন জেলা সম্পাদক ইমরান সাহেব ,যুব নেতা নাসির হোসেন সাহেব।তিমির বেরা , ইব্রাহিম কাজী , সিদ্দিক ভাই ও জুলফিক্কার ভাই এবং উপস্থিত আছেন অন্যান্য আইমার যুব নেতৃত্ববৃন্দ। শুধু যে উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়েছে তাই নয় , বিভিন্ন কর্মকান্ডে আইমা আছে সবার সাথে ৷ খবর সূত্রে হলদিয়ার রকি ভাই আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানিয়েছে যে , আমরা আইমা প্রেমি সবসময় মানুষের সাথে ও পাশে আছি ৷ পরবর্তীতেও এই ভাবে এগিয়ে যেতে চাই ৷ সবার দোয়া ও আর্শিবাদ নিয়ে আমরা এগিয়ে যাবো এই আশা রাখি ৷ রকি ভাই আরো বলেন যে , উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয় পরিক্ষা দেওয়ার ক্ষেত্রে সেদিকে আমরা সতর্ক রেখেছি ৷