|
---|
নিজস্ব প্রতিনিধি,তমলুক: গত বেশ কয়েকদিন আগে তমলুকের কঙ্কন মাইতির কচিং সেন্টার এর সৌজন্যে নিমতৌড়ি স্মৃতি সৌধের তৃতীয় তলে দুপুর ২:৩০ মিনিটে সাড়া পূর্ব মেদিনীপুর এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল ফায়ার এন্ড সেফটির প্রসিক্ষণ ৷ প্রসিক্ষণ দেওয়ার আগে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের একটি পরিক্ষার ব্যবস্থা করা হয় ৷ সবাই নিজেদের বুদ্ধির ওপর পরিক্ষায় উত্তীর্ণ লাভ করে ৷ তারপর টেকনোলজির সাহায্যে আলোকপাত করেন ফায়ার এন্ড সেফটির যোগদানকারী পরিচালক মাননীয় রিসাজ আলি খান ৷ এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্র ইনচার্জ মাননীয়া শিউলি সামন্ত , অর্নব মিশ্র ( নিরাপদ বিভাগ ) ও কঙ্কন মাইতি ( শিক্ষক ) ৷ খবর সূত্রে রিসাজ আলি খান আমাদের প্রতিনিধি শেখ আরেফুলকে জানান যে , এই অনুষ্ঠানটি করার একমাত্র মাপকাঠি যে নিরাপদে কীভাবে বাঁচতে পারি তার জন্যই সমস্ত ছাত্রছাত্রীদের এক জায়গায় জড় করা ও বিষয় টি তাদের কাছে পৌছে দেওয়া ৷ তিনি আরো বলেন যে , আরো বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেবো শুধু সময়ের অপেক্ষা ৷ পরিশেষে , নন্দকুমার ফায়ার এন্ড সেফটির উদেগ্যে সমস্ত ছাত্র ছাত্রীদের হাতে কভার ফাইল ও টিফিনের প্যাকেট তুলে দিলেন ৷ সমস্ত ছাত্রছাত্রীরা পরিক্ষায় যাতে ভালো ভাবে সফলতা আনতে পারে তার জন্য কামনা করেন ৷ ঠিক তারপরই সভার কাজ শেষ হয় ৷