কাজী নজরুল ইসলামের প্রয়ান দিবস উপলক্ষে অনুষ্ঠান

সংবাদদাতা : ‘আসবে নাক’ আর সে’ – শ্মরনে মননে নজরুল শ্রদ্ধায় পালিত হল কাজী নজরুল ইসলামের প্রয়ান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান, রানাঘাট কলেজের বিদ্যাসাগর কক্ষে অনুষ্ঠিত হল। ‘নজরুল চর্চা কেন্দ্র’ বারাসত এর সদস্য ও বিভিন্ন কলেজের অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকা ছাত্র ছাত্রীরা কবির ৪৬ তম প্রয়ান দিবসে কবিকে নিয়ে আলোচনা গান,কবিতার মাধ্যমে ভাবগাম্ভীর্যের এই অনুষ্ঠান। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ড: জ্যোতি প্রকাশ ঘোষ সভাপতি রানাঘাট কলেজের পরিচালনা সমিতির সভাপতি, স্বাগত বক্তব্য রাখেন শাহজাহান মনডল, ছিলেন ড: অরুপ কুমার মাইতি প্রিন্সিপ‌্যাল রানাঘাট কলেজ, অধ্যাপক ড: সুকান্ত মজুমদার, ড: সোমা ভদ্র রায়,ড: পীযুষ পোদ্দার, প্রমুখ- সঙ্গীত পরিবেশন করেন দেবযানী চট্টোপাধ্যায়, ড:সুজাতা দে, প্রমুখ আবৃত্তি করেন লুৎফর রহমান,মিলি ভট্টাচার্য, ড: সীমা রায়, সুমনা দত্ত দাস, আরো অনেকে , সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন       ড: শেখ কামাল উদ্দিন সভাপতি’নজরুল চর্চা কেন্দ্র’বারাসত।