জামালপুরের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠ ৭৪ বছরে পা দিল। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি মহতি রক্তদান শিবির এর আয়োজন করা হয়। ১৮ জানুয়ারি প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং, এসআই বিক্রম দে, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ভূতনাথ মালিক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, বেরুগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিয়া বাগ, পঞ্চায়েত সদস্য জ্যোতি সিং সহ অন্যান্যরা। যার নামে এই বিদ্যালয় সেই মহান মনীষী আচার্য গিরিশচন্দ্র বসুর ছবিতে মারল দান করেন ভূতনাথ মালিক। বিদ্যালয়ের প্রাণপুরুষ গ্রিস বাবুর সুযোগ্য পুত্র প্রশান্ত কুমার বসুর অবক্ষয় মূর্তিতে মাল্যদান করেন মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ও সি নিতু সিং। জামালপুর থানার পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়। বিদ্যালয় এর ছাত্রীরা তাদের সামনে বক্তা হিসাবে একজন মহিলা পুলিশ আধিকারিক কে পেয়ে ভীষণ খুশি হয়। একজন সাধারণ মহিলা পুলিশ আধিকারিকের আসনে উত্তরণ ঘটাতে গিয়ে যে সমস্ত অবস্থার মধ্য দিয়ে কাটাতে হয়েছে তার ছাত্রীরা বিশদভাবে এই পুলিশ আধিকারিক এর কাছ থেকে জানতে চাই এবং এই পুলিশ আধিকারিক হাসিমুখে ছাত্রীদের সব প্রশ্নের উত্তর দেন। সাইবার ক্রাইম নিয়ে আজকের এই আলোচনা সভায় আলোচনা করা হয়। খারাপ আবহাওয়া থাকার পর আজকের এই মহতী রক্তদান শিবির ও মননশীল আলোচনা সফলভাবে সম্পন্ন হয়। রক্তদান শিবিরের রক্ত সংগ্রহ করে বর্ধমানের শিব শংকর সেবা সদনের রশ্মি ব্লাড ব্যাংক। প্রত্যেক রক্তদাতাদের হাতে তুলে দেয়া হয় একটি করে শিশু বৃক্ষ। এই শিশু বৃক্ষ গুলি দান করেন হাট গোবিন্দপুর এমসি হাইস্কুলের শিক্ষক সোমনাথ গুপ্ত জিনি বৃক্ষ বন্ধু নামে পরিচিত। বিদ্যালয়ের পক্ষ থেকে অমিত দালাল, সাবির খানসহ তিন জন শিক্ষক রক্তদান করেন। পার্শ্ববর্তী বোন বিবি তলা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল রায় এ রক্তদান শিবিরের রক্ত দেন। রক্তদান শিবির কে সাফল্যমন্ডিত করতে যে সমস্ত মানুষেরা এগিয়ে আসেন তারা হলেন সুজয় পাল বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য প্রশান্ত পাল মেঘনাথ বাঘ হেমন্ত ঘোষ শুভেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান করান বিদ্যালয়ের শিক্ষিকা সোমা হালদার। বিদ্যালয়ে ভারত প্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক তার স্কুলের অনুষ্ঠানে অতিথিদের আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস কে ঘিরে দিনের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।