পাখি উৎসব শুরু হলো সুন্দরবনে

বাবলু হাসান লস্কর, সুন্দরবন:

    বিগত বছরে প্রথম সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে পাখি উৎসব শুরু হয়। প্রথম বছরেই পাখি প্রেমীদের উৎসাহ এবং পাখি উৎসবের সুফ-লতাকে মাথায় রেখে দ্বিতীয় বছর আবারও এই উৎসব এর সিদ্ধান্ত নেয় বন দফতর। ২০২৪, ১৭ ই জানুয়ারি থেকে ২০ই জানুয়ারি পর্যন্ত এই পাখি উৎসব চলবে সুন্দরবনে।

    এদিন সজনেখালিতে পাখি উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের প্রধান মুখ্য বণ সংরক্ষক, দেবল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান মুখ্য বন সংরক্ষক নীলাঞ্জন মল্লিক, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখর, সহ ক্ষেত্র অধিকর্তা জোন্স জাস্টিন সহ বিশিষ্টরা।

    দেশের বিভিন্ন প্রান্ত থেকে পক্ষী প্রেমীরা এই উৎসবে অংশ নিয়েছেন এবার। সুন্দরবন প্রেমীদের কথায় এমনই সুন্দর অনুষ্ঠান সুন্দরবনে বেশি বেশি হোক এমনি আশা তারা করছেন।