রতুয়ায় সুপ্রাচীন ঐতিহ্য সম্পন্ন শ্রী শ্রী রক্ষা কালী পূজা উদ্বোধনে চাঁদের হাট

নতুন গতি ডিজিটাল ডেস্ক: রতুয়ার বাখরা মহাশ্মান সুপ্রাচীন ঐতিহ্যসম্পন্ন সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী পুজো প্রতি বছরের ন্যায় এ বছরও অত্যন্ত সমারোহ করে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন জেলা পরিষদের সদস্য হুমায়ুন কোবির বাজনা মহাশয় ও সভাপতি আবেদা বেগম। পুজোর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন।

    এবছর সার্বজনীন রক্ষাকালী মন্দিরের খুব বড় করে অনুষ্ঠান করা হচ্ছে তাই, মোটা অংকের আর্থিক অনুদান দিয়ে ইয়াসিন বাবু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
    পাশাপাশি বক্তব্য দিতে গিয়ে ইয়াসিন বাবু বলেন মুখ্যমন্ত্রী যেভাবে জাতি-ধর্ম নির্বিশেষে সবার পাশে দাঁড়ান এবারকরণা প্রস্তুতিতেও মুখ্যমন্ত্রী
    প্রত্যেকটা পূজা কমিটির 50 হাজার টাকা করে অনুদান দিয়েছে যেন তারা ভালোভাবে দুর্গাপুজো করতে পারে ইয়াসিন বাবু জানান।
    করোনা আবহে যথাযথ সামাজিক সচেতনতা অবলম্বন করে, মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করে আজকের এই রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়েছে। পুজো উপলক্ষে বহু লোকের সমাগম হয়েছে। মা রক্ষাকালী অত্যন্ত জাগ্রত। তিনি সকলের মনস্কামনা পূরণ করেন।মায়ের নিকট তিনি ব্যক্তিগতভাবে প্রার্থনা করেছেন সকলে যেন ভালো থাকে।

    পাশাপাশি সকলে ভাল থাকুক,সুস্থ থাকুক এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে পুজো উপভোগ করুক আপামর জনগণের উদ্দেশ্যে তিনি এই বার্তাই দিয়েছেন। পুজো পরিদর্শনের পাশাপাশি রক্ষাকালী পূজো উপলক্ষে প্রশাসনিক বন্দোবস্তও তিনি খতিয়ে দেখেছেন। ইয়াসিন বাবুর আর্থিক অনুদান ও সাহায্যের জন্য অত্যন্ত আনন্দিত হয়েছেন পুজোর আয়োজকগন।