কন্যাশ্রীদের রাখী বন্ধন পালিত বীরভূমের লোকপুরে

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: বীরভূম জেলার লোকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ ধীবরের পরিচালনায় বিদ্যালয়ের কন্যাশ্রীদের একটি দল স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি এদিন রাখী বন্ধন কর্মসূচী ও পালন করে। দলটি লোকপুর উচ্চ বিদ্যালয় থেকে বেরিয়ে লোকপুর থানায় ওসি সহ সিভিক অন্যান্য পুলিশ অফিসারদের হাতে রাখী বেঁধে দেওয়া হয়।” ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যম দূয়ারে পড়ল কাঁটা” হ্যাঁ এই বার্তা কে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে তথা এলাকায় সমাজের মধ্যে ভাতৃত্ব বোধ জাগ্রত করতে মূলত আজকের এই কর্মসূচী বলে উদ্যোক্তারা জানান। কন্যাশ্রীদের দলটি লোকপুর বাজার, বাসস্ট্যান্ড এলাকায় পথ চলতি মানুষ , চা দোকান সহ অন্যান্য দোকানে দোকানে গিয়ে ও রাখী পরানো হয়। কন্যাশ্রী অনুভা চৌধুরী এক সাক্ষাৎকারে নিজ মতামত ব্যক্ত করে আজকের রাখী বন্ধন নিয়ে। কন্যাশ্রীদের দলে এদিন উৎসাহ নিয়ে অংশগ্রহণে দেখা যায় পায়েল চৌধুরী,মৌ দে,পিউ দত্ত,দীপা কর্মকার,অন্তরা চৌধুরী প্রমুখ কন্যাশ্রীরা কেউ রাখী পরাচ্ছে তো কেউ প্রনাম বা আশীর্বাদ নিচ্ছে এই নিয়ে এক জমজমাট পর্বে সকলে একত্রে মেতে উঠেছে।
অন্যদিকে আজকের রাখী বিক্রি সম্পর্কে স্থানীয় দোকানদার উজ্জ্বল দত্ত , বিনয় নন্দী রা জানান এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত রাখীর চাহিদা বেশি ছিল। সাধারণ রাখী ও যথেষ্ট পরিমাণে বিক্রি হচ্ছে।