|
---|
নূর আহমেদ,মেমারি : ৩ মার্চ ১১ মাস বয়সেই থ্যালাসেমিয়া ধরা পরে। প্রতি মাসে নিয়ম করে রক্ত নিতে যেতে হয় তাকে। চুমকি দাস ও দীপক দাসের কন্যা কেয়া দাসের আজ ছিল তার জন্মদিন। কিন্তু আর পাঁচটা পরিবারের মতো জন্মদিনের পার্টি কিংবা আত্মীয়স্বজনের সামনে কেক কাটলো না সে। কেয়া কেক কাটলো রক্তদান শিবিরে। কোয়েষ্ট ফর লাইফ ও পরশপাথেরর সহযোগিতায় কেয়ার জন্মদিন উপলক্ষে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হল মেমারির কেজি স্কুলে। ২১ জন রক্তদাতা রক্তদান করে এদিন। রক্তদান সংগ্রহে সহযোগিতা করে বর্ধমান মেডিকেল কলেজ।