বীরভূমে একটা বাঘকে আটকে রেখে কি করবে? আরো বাঘ তৈরি আছে, বীরভূমে বললেন ফিরহাদ হাকিম

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    বীরভূমে একটা বাঘকে আটকে রেখে কি করবে? আরো বাঘ তৈরি আছে, বীরভূমে বললেন ফিরহাদ হাকিম।
    আগামী ১০ই মার্চ কলকাতার ব্রিগেডে তৃণমূলের তরফে জনগর্জন সভার আয়োজন করা হয়েছে। সেই সভায় বক্তব্য রাখবেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে সফল করার লক্ষ্যে বীরভূমের লাভপুর বিধানসভার পাঁড়ুইয়ে একটি জনসভা আয়োজিত হয়। সেই জনসভার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পূর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।


    সকল তৃণমূল কর্মী সমর্থকদের দশই মার্চ ব্রিগেডে যাওয়ার আহ্বান জানিয়ে ফিরহাদ হাকিম তার বক্তব্যে বলেন কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যকে বঞ্চনা করে চলেছে তা কোনমতেই বাংলার মানুষ মেনে নেবে না। ফিরহাদ হাকিম বলেন আজ কয়েকদিন ধরেই তার শরীর খারাপ। কিন্তু মুখ্যমন্ত্রীকে বলেছি বীরভূমে গেলেই আমার শরীর আপনা আপনিই সেরে যাবে। বাংলার বহু জায়গায় ঘুরে বেড়ায়। কিন্তু বীরভূমের আতিথিয়েতার লোভ আমি সামলাতে পারি না।


    প্রসঙ্গক্রমে উঠে আসে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মন্ডলের নাম। ফিরহাদ হাকিম বলেন বীরভূমে কেষ্ট নেই । অনেকে বলছেন বীরভূমের বাঘকে খাঁচায় পুরে রাখা হয়েছে। এ নিয়ে অনেকে মাতামাতি করছে লাফালাফি করছে। তিনি কটাক্ষ করে বলেন বীরভূমের একটা বাঘকে আটকে রেখে কি করবে? এরপরই তিনি মঞ্চে বসে থাকা তৃণমূল নেতা-মন্ত্রী-সভাধিপতিদের দিকে আঙ্গুল দেখিয়ে বলেন , বীরভূমে আরো বাঘ তৈরি হয়ে আছে।


    রাজ্যে ভুয়ো জব কার্ড আছে, কেন্দ্রের এই অভিযোগের প্রতিবাদ করে তিনি বলেন উত্তরপ্রদেশে তো দেড় লক্ষ ভুয়ো জব কার্ড রয়েছে ।বাংলার মত তাদের টাকা তো আটকানো হয়নি। বিগত পাঁচ/ছয় বছরে কেন্দ্র বাংলা থেকে পাঁচ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। এর মধ্যে দেড় লক্ষ কোটি টাকা বাংলাকে দেওয়ার কথা ছিল। কেন্দ্র গরিব মানুষদের সেসব টাকা দেয়নি।


    নরেন্দ্র মোদির প্রতি হুংকার দিয়ে বলেন তুম এক মারেগা হাম দশ খাড়া হো জায়েগা, তুম কিতনা মারেগা মোদিজি?
    তোমার পিতৃকূলের টাকা নিয়ে কি দেশ চালাচ্ছো? মোদীকে হুংকার ফিরহাদের।


    নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, একসময় একজন এদিকে ছিল, মমতা ব্যানার্জি সে সময় তাকে যথেষ্ট সম্মান দিয়েছে, এখন ইডি-সিবিআই এর ভয়ে ওপারে চলে গিয়েছে।
    উপস্থিত বীরভূম জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ বলেন তার বক্তব্যে বলেন ২০১১ এর প্রাক্কালে এই বাংলায় কাটাকাটি মারামারি রাহাজানি লেগেই ছিল। সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই রাজনীতির পরিবেশটাকে পাল্টে দিয়েছেন। কাজল শেখ বলেন ৩৬৫ দিনই আপনাদের কাছে থাকি। আমরা সুখ-দুঃখের সাথী হয়ে আছি ।নিজেদের মধ্যে কোন ভুল ভ্রান্তি থাকলে তা মিটিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূমের যে দুটি প্রার্থীকে নির্বাচিত করা হবে তাদের জয়যুক্ত করুন।

    প্রসঙ্গক্রমে তিনি কাজল শেখ বলেন এখানে কোন গোষ্ঠী নেই কোন দল নেই। বীরভূমে একটাই গোষ্ঠী একটাই দল তার নাম মমতা ব্যানার্জির দল।
    এদিনের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার ডঃ আশিষ ব্যানার্জি, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ অসিত মাল, বিধায়ক বিধান মাঝি, বিধায়ক নীলাবতী সাহা, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রানা সিংহ সহ অন্যান্যরা।