|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর ধাক্কা মারলো যাত্রীবাহী বাস। ঘটনায় আহত টোটোর হন চালক। পাশাপাশি ঘটনায় জেরে বেশ ক্ষতিগ্রস্থ হয় টোটোটি। সোমবার বেলা সাড়ে এগারো নাগাদ গলসির লোয়া মোড়ের অদুরে ঘটনাটি ঘটে। স্থানীয়রা বাসিন্দা সাইফুল মোল্লা জানিয়েছেন, টোটোর চালক পারাজ মোড় থেকে যাত্রী নামিয়ে ঢোলার মোড়ে ফিরছিলেন। ওই সময় শিল্লাঘাট থেকে একটি যাত্রীবাহী বাস বর্ধমান অভিমুখে যাচ্ছিল। লোয়া মোড় এর কাছাকাছি আসতেই গাড়ির সামনের ডানদিকের চাকার মেনপাতি ভেঙে আচমকা যান্ত্রিক গোলযোগ শুরু হয়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে টোটকে ধাক্কা মারে বাসের চালক। ঘটনার জেরে টোটোর ভিতরে আটকে পরেন টোটো চালক। স্থানীয়রা দ্রুত এসে টোটো থেকে উদ্ধার করে চালককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানা পুলিশ। পুলিশ আহতকে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায়।